চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১১টি মাধ্যমিক স্কুল -মাদ্রাসার অংশ গ্রহনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাব্বির হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।