পানছড়িতে রাস্তার কাজে অনিয়ম ও কাজ বন্ধ রাখায় প্রকৌশলী ও ঠিকাদার এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
রাস্তার কাজে অনিয়ম ও কাজ বন্ধ রেখে জন দুর্ভোগের সৃষ্টি করায় পানছড়িতে এলজিইডি প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তালুকদার পাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণ।
২ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সকালে পানছড়ির তালুকদার পাড়া সড়কের মুখে এই মানববন্ধন করা হয়।
জানা যায় ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরের প্রকল্প জেলার পানছড়ি উপজেলার তালুকদার পাড়া সড়কের ৬১০ মিটার রাস্তা নির্মাণ কাজের জন্য অনুমোদন পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মার্কো টাটা। ঐ প্রতিষ্ঠান কাজটি সাব কন্টাক্টে ঠিকাদার তাজুল ইসলামের কাছে বিক্রি করে দেয়। আর তাজুল ইসলামই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করছে বলে স্থানীয়দের অভিযোগ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী জয় প্রসাদ দেব,বর্তমান ইউপি সদস্য আসিফ করিম ,বিশিষ্ট ব্যবসায়ী পরিমল দে, নিমাই দেবনাথ ও মিঠুন সাহা প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক এর তদারকির অভাবে ও গাফিলতিতে সাব ঠিকাদার তাজুল ইসলাম এক বছর আগে রাস্তার পুরাতন ইট তুলে খাঁদ সৃস্টি করে অনুমোদন বিহীন নিম্নমানের বালি ফেললেও দীর্ঘ ১ বছর ধরে কাজ বন্ধ রেখে জনসাধারণের চলাচলে মারাত্নক ভাবে ভোগান্তিতে ফেলে দিয়েছে। ঠিকাদার রাস্তা ভেঙ্গে রাখায় বর্ষায় পানি জমে থাকা আর শুস্কতে বালুর জন্য অটো রিকসা তো দুরের কথা পায়ে হেঁটে যেতেও কষ্ট হয়। এ বিষয়ে বারবার ঠিকাদার ও এলজিইডি প্রকৌশলীকে তাগাদা ও জন জনদুর্ভোগের বিষয়ে কথা জানালেও রাস্তার কাজ না করায় আজ আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হয়েছি।
এ সময় স্থানীয়রা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদারের অনিয়ম ও দুর্নীতির কারণে তালুকদার পাড়া দিয়ে বয়ে চলা ৬১০ মিটারের রাস্তাটি কাজ শুরুর দীর্ঘ বছর পার হলেও রাস্তাটিকে খানা-খন্দ অবস্থায় রেখে দিয়েছে । মুমুর্ষ রোগীতো দূরের কথা মরদেহ নিয়ে গ্রামে যেতেও পাঁচ মিনিটের রাস্তায় সময় লাগে ঘন্টার অধিক। ঠিকাদার তাজুল ইসলামের এমন অনিয়মের পিছনে উপজেলা প্রকৌশলী আবদুল খালেকের ইন্দন রয়েছে বলে আমরা মনে করি। আগামী ১০ ফেব্রুয়ারীর মধ্যে রাস্তার কাজ করা না হলে ঝাড়ু মিছিল নিয়ে উপজেলা প্রকৌশলী অফিস ঘেরাও করা হবে জানান ।
অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মার্কো টাটারএলজিইডি অফিসে জমা দেওয়া নাম্বারে বাববার ফোন কল দিয়ে পাওয়া না যায় নাই। সাব ঠিকাদার মো: তাজুল ইসলামের নাম্বার বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয় নি।
পানছড়ি উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক -এর কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমি বেশ কয়েকবার ঠিকাদারকে কাজ সঠিক সময়ে করে দেওয়ার তাগাদা ও চিঠি দিয়েছি। বৃষ্টি ও নানা অজুহাতে ঠিকাদার কাজের সময় বাড়িয়ে নিয়েছে। উল্লেখিত কাজের ঠিাকাদার টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ না করলে সরকারী নিয়ম মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।