Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে মাস্ক পরিধান না করায় ১০ জনকে জরিমান

মোঃ ইসমাইল, চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : বৃহস্পতিবার দুপুরে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ও করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ১০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৫০০ টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে তাদের প্রত্যেককে দোকান থেকে মাস্ক কিনে তা পরিধান করানো হয়।নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি–পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ( রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button