পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতে আর্থিক জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :জেলার পানছড়ি বাজার এলাকার ৭টি মামলায় মোটর সাইকেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
সোমবার (১৮ এপ্রিল ২০২২ ) দুপুরে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়। এছাড়া সড়ক ও পরিবহন আইনে মোটর সাইকেল এর কাগজ পত্র না থাকায় ৭টি মামলায় মোট ৫,৭০০ টাকা জরিমানা করা হয়।
এই সময় সদর ইউনিয়ন পরিষদের সদস্য আসিফ করিম,বাজার উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেনঃপানছড়ি বাজারের সুশৃঙ্খল পরিবেশ রাখা সবার দায়িত্ব ও কর্তব্য।আজ বিভিন্ন দোকানে মূল্য তালিকা না রাখায়,জিনিসপত্রে মেয়াদ এর তারিখ না থাকায় এবং সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল এর কাগজ পত্র না থাকায় মোট ৭টি মামলায় ৭,৭০০ টাকা জরিমানা করা হয়।সবাইকে সচেতন ভাবে কাজকর্ম চালিয়ে যেতে হবে। না হলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।