পানছড়িতে বিশ্ব নারী দিবস ২০২২ উদযাপিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব নারী দিবস পালিত হলো। এ উপলক্ষ্যে বর্নাঢ্য শোভা যাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” শ্লোগোনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ২০২২ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সহযোগিতায় ও উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, পার্বত্য জেলা পরিষদ ও জাবারাং এর যৌথ আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চন্দ্র দেব চাকমা। অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিস মনিকা বড়ুয়া ,ওসি তদন্ত কামরুজ্জামান ,উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,জাবারাং খাগড়াছড়ি প্রজেক্ট কো অর্ডনেটর জ্ঞানদর্শী চাকমা সহ বিভিন্ন নারী উন্নয়ন সমিতির নেতৃবৃন্ধ ও সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সম অংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারাবিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, স্বীকৃতিও বৃদ্ধি পাচ্ছে। বাংরাদেশে স্বাধীনতা অর্জনেও নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ছিলো। আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু নারীর প্রতি সংহসিতা কমেনি। আসুন নারী নির্যাতন বন্ধ করে , নারীকে সম্মান দিতে শিখি।