Breakingখাগড়াছড়িখেলাধুলাচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিজিবি জোন কাপে চ্যাম্পিয়ন স্বপ্নসিঁড়ি পুজগাং

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ি উপজেলায় বিজিবি জোন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্নসিঁড়ি পুজগাং।

২৯ মে ২০২২ রবিবার বিকালে বিজিবি মাঠে জোন কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৪-০ গোলে ফাতেমা নগর মেঘনা যুব কল্যাণ ক্লাব-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বপ্নসিঁড়ি পুজগাং একাদশ।

৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রুবায়েত আলম পিএসসি জানান, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন -এই মূলমন্ত্রকে সামনে রেখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে লোগাং বিজিবি জোন। স্থানীয় জনগোষ্ঠীকে উৎসাহ উদ্দীপনা প্রদানের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়াসে, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছিলো ।এতে খেলাধুলার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির মেলাবন্ধনে জমে উঠে।সকলেই সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারায় আয়োজনের সার্থকতা মনে হচ্ছে।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল রুবায়েত আলম, পিএসসি।

Related Articles

Back to top button