Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পানছড়িতে বিএনপি-র ভোট বর্জনের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
সর্বাত্নক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেছে পানছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার দুপুরে সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম এর নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা সদর, দমদম, কলেজ গেইট,মোম্মদপুর ,পুজগাং সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

 

পরে পুজগাং বাজারে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পাতানো নির্বাচন অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। অবৈধ নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন আমরা মানি না। দেশের জনগণ ৭ জানুয়ারী র ভোটে যাবেনা ৷ নির্বাচনের দিন বুঝিয়ে দিতে হবে এ সরকার জনগণের সরকার নয়।

 

এ সময় ভোট বর্জন সহ নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে কঠোর আন্দোলনের আহবান জানান বক্তারা।

Related Articles

Back to top button