পানছড়িতে প্রাথমিকে কোভিড-১৯ টিকা প্রয়োগ শুরু
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : সারাদেশের ন্যায় পানছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টীকা দেওয়া হয়েছে।
১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টীকা প্রদানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তীরানা চাকমা ,প্রধান শিক্ষক নেয়ামত উল্লাহ রিপন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনে পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতিবান মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলক প্রতিমা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টীকা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন, পর্যায় ক্রমে পানছড়ি উপজেলার সকল সবকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টীকা প্রদান করা হবে।