Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মো. ইসমাইল, চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের দুর্গম এলাকার কারিগর পাড়ায় ছড়ার পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যু ঘটেছে। ৩০ এপ্রিল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

লতিবান ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা জানান, কারিগর পাড়া স্থানীয় বাসিন্দারা কৃষি চাষের জন্য ছড়া বাঁধ দিয়ে পানি জমায়। বাঁধের জমানো পানিতে সুমন ত্রিপুরা মেয়ে খুমবারটি ত্রিপুরা (৮), ছেলে আব্রাহাম ত্রিপুরা (৫) ও একই এলাকার তাপস কান্তি ত্রিপুরার মেয়ে প্রাণটি ত্রিপুরা (৫) পরে যায়। ছোট শিশুরা পানি থেকে উঠতে না পারায় পানি খেয়ে ভেসে উঠে।

নিহতের স্বজন দীপঙ্কর ত্রিপুরা বলেন,দুপুর ১২টায় আমার ভাইপো ও ভাইঝিকে খুঁজে না পাওয়ায় তাদের খুঁজা শুরু করি।পরে বাড়ির পাশে ছড়ার বাঁধের ডুবায় গিয়ে দেখি তারা সেখানে পানিতে পড়ে আছে। আমরা হাসপাতাল নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে পানছড়ি থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button