পানছড়িতে পরিবার কল্যাণ সেবা ও বিশেষ সেবা ক্যাম্পেইন উদ্ভোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :
“ সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি.. শিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি ” শ্লোগানে খাগড়াছড়ি জেলার পানছড়ির চেঙ্গী ইউনিয়নে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ – ২০২২ উদ্ভোধন করা হয়েছে।
১৭ ডিসেম্বর ২০২২ শনিবার দুপুরে চেঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ – ২০২২ ( ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ) আনুষ্ঠানিক উদ্ভোধন করেন , পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় খাগড়াছড়ির সহকারী উপ পরিচালক ডাক্তার সুভাষ বসু চাকমা ।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তীরনা চাকমা , ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা ,সহকারী প.প কর্মকর্তা লাভনী চাকমা, ইপসা সুখী জীবন প্রকল্পের কো -অর্ডিনেটর দীপিকা চাকমা , প.প পরিদর্শক গন , বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য সেবিকাগন সহ স্থানীয় দুই শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অতিথিগন দুঃস্থ পরিবারের মাঝে কম্বল ও কিশোরীদের স্যানেটারী ন্যাপকিন প্যাড বিতরণ করেন। এছাড়াও দিনব্যাপি কৈশোর কালীন স্বাস্থ্য সেবা পরামর্শ, নব জাতক ও শিশু সেবা, গর্ভবতী সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা সহ স্থায়ী ও দীর্ঘ মেয়াদী বিশেষ সেবা কার্যক্রম অব্যাহত থাকে ।