পানছড়িতে পবিত্র ঈদ উল ফিতর- বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে পবিত্র ঈদ উল ফিতর- বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল ২০২৪, সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহি অফিসার অনজন দাশের সভাপতিত্বে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় ঈদের জামাত সময়সুচি, হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশনের প্রয়োজনীয় ব্যবস্থা , আইন শৃঙ্খলা রক্ষার্থ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ ও পাহাড়ের সকল ক্ষুদ্র নৃ -গোষ্টীর বৈসাবী উৎসব, মঙ্গল শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।
অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রসাশনিক কর্মকর্তা গন, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আহির উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ইমাম ওলামা গন উপস্থিত ছিলেন। ।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা প্রশাসকের পক্ষে অসহায় দুস্থঃদের মাঝে ২৫ টি শাড়ি কাপড় বিতরন করা হয়।