পানছড়িতে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২২ পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে ‘ মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে’ শ্লোগানে নিরাপদ মাতৃত্ব দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে ২০২২ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র আয়োজনে ইপসা সুখি জীবন প্রকল্পের সহযোগীতায় এক বর্ণ্যাঢ্য র্যালি ও স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার বিদর্শী চাকমা , ডাক্তার সুমেন চাকমা, ডাক্তার ফাহিমা আক্তার, ইপসা সুখি জীবন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দিপিকা চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি ,মেডিক্যাল ফিল্ড এসিস্টেন্টগন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করণই হলো নিরাপদ মাতৃত্ব। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ সরকার মিডওয়াইফের মাধ্যমে নিরাপদ মাতৃ স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি এবং জরুরি প্রসব সেবা সহ প্রসবকালীন জটিলতায় সঠিক রেফারেল সেবা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
মায়ের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রথম সন্তান প্রসবের পর তিন বছর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে গর্ভবতী মায়েদের ভারী জিনিস বহন না করা, নিয়মিত টিকা নেয়ার পাশাপাশি অ্যান্টিনেটাল কেয়ার বা পোস্ট নেটাল কেয়ার নেয়া এবং বাড়িতে প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত ক্লিনিক ও হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি গর্ভকালীন সময়ে সুষম খাবার ও পর্যাপ্ত বিশ্রাম প্রসূতি ও তার অনাগত সন্তানের জন্য খুবই প্রয়োজন বলে জানান ডাক্তার ফাহিমা আক্তার।