Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কাউন্সিল অনুষ্ঠিত

সভাপতি ইন্দ্রজিৎ , সম্পাদক অমল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি :
ঐক্য,শিক্ষা,সংস্কৃতি, প্রগতি এই শ্লোগানে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ ডিসেম্বর ) সকাল ১১টার সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার আয়োজনে আদি ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নজর কান্তি ত্রিপুরার সঞ্চালনায় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিবিসুৎ ত্রিপুরা ( সুকান্ত ) উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক দয়া নন্দ ত্রিপুরা,ত্রাণ দুর্যোগ ও সমাজ কল্যাণ সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা, সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা,বাংলাদেশ,যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কার্তিক ত্রিপুরা।পানছড়ি শাখার সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা, আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ,ত্রিপুরা স্টডেন্ট ফোরাম, পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংগঠনকে আরও গতিশীল কর‍তে আলোচনা শেষে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করে চেঙ্গী ইউনিয়ন এর খর্গপাড়া থেকে ইন্দ্রজিৎ ত্রিপুরাকে সভাপতি, উল্টাছড়ি ইউনিয়ন এর পদ্মিনী পাড়া এলাকার অমর বিকাশ ত্রিপুরা ( অমল) কে সাধারণ সম্পাদক ও লতিবান ইউনিয়নের প্রদীপ পাড়া এলাকার কুসুম বিকাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্টৎ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কমিটি ঘোষণা করে নবনির্বাচিতদের সাংগঠনিক শপথ বাক্য পাঠ করানো হয়।

Related Articles

Back to top button