পানছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩জুলাই ২০২২) সকালে খাগড়াছড়ি উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা জানান, সপ্তাহব্যাপী মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।বর্তমান সরকারের মৎস্যখাত একটি অন্যতম খাত।বৈশ্বিক মহামারীজনিত প্রতিকূল পরিবেশেও এদেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠ ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহনের ফলে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ।
এ সময় পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, সাংবাকি সয়ৈদ এম এ বাসার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।