পানছড়িতে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ইউএনও-র প্রেস ব্রিফিং
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে নির্মিত ঘর উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রসাশন।
১৯ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ ইউএনও রুবাইয়া আফরোজ জানান,” বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আওতায় দেশজুড়ে আশ্রয়ণের ঘর নির্মাণ চলমান রয়েছে”। এর আলোকে উপজেলায় ইতোমধ্যে ৫২৩ দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের ঠাঁই হয়েছে দুই শতক জায়গায় নির্মিত ঘরে।
আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই পর্যায়ে উপজেলায় “ক“ শ্রেণীর বাঙ্গালী , চাকমা , ত্রিপুরা ,মারমা ও সাওতাল সহ ৭৪ পরিবারের উপকার ভোগীর হাতে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে।
এ সময় পানছড়ি অরণ্যবার্তা ব্যুরো জয়নাথ দেব , আজকের পত্রিকা প্রতিনিধি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, কালের কন্ঠ প্রতিনিধি শাহজাহান কবির সাজু , যায় যায় দিন প্রতিনিধি মোফাজ্জল হোসেন ইলিয়াছ, সমকাল প্রতিনিধি নূতন ধন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।