পানছড়িতে চিকিৎসকের গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়িতে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক ( অটো রিক্সা) চালক নিহত হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাইলট ফার্ম পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুশান্ত চাকমা (৫৫) পানছড়ির লতিবান ইউনিয়নের সত্যধন পাড়ার বিক্রম সেন চাকমার ছেলে। তার ছোট ভাই নান্টু চাকমা জানান ,নিহত সুশান্ত চাকমা সম্পর্ক তার বড় ভাই। উনার দুই ছেলে মেয়ের মধ্যে ১ম ছেলে উচ্ছাস চাকমা রাঙ্গামাটি জেলার কাপ্তাই টেকনিক্যাল কলেজের ছাত্র ও ২য় মেয়ে সুশীলা চাকমা পানছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী। অটো রিকসা চালিয়েই তিনি সংসারের ব্যয় ও ছেলেমেয়েদের পড়াশুনার খরচ মেটাতেন।
জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ রাজেন্দ্র ত্রিপুরা পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শেষে করে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়িতে যাওয়ার পথে পানছড়ির বাস স্টেশন এলাকায় একটি ইজি বাইককে (অটো রিক্সা) ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটো রিকসা চালক নিহত হন। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মৃত চালক ব্যক্তির লাশ ও ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরাকে আহত অবস্থায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তিনি সেখানে পুলিশের প্রহরায় রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা হাসপাতালে ছুটে আসেন। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো .শফিউল আজম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ,সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা ও নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।
অপরদিকে নিহতের স্বজনরা সহ ক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালটি ঘিরে চিকিৎসকের গ্রেফতারের দাবী জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দেহ ও চিকিৎসক পানছড়ি হাসপাতালে আছেন।
পানছড়ি থানার মো: শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।