Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে গাজা সহ একজন আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়ির মোহাম্মদপুর গ্রাম হতে গাজা সহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগষ্ট দিবাগত রাত পোনে বারটার দিকে মোহাম্মদপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে তারা মিয়া (৫৯)কে তার নিজ বাড়ি থেকে বিক্রয়ের জন্য রাখা ৫০০ গ্রাম গাজা সহ আটক করে। এসময় পানছড়ি থানার এস আই মুহিউদ্দিন , এ এস আই মোঃ তানভীর হোসেন সহ সঙ্গীয় ফোর্স গন সাথে ছিলেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেশা-মাদক দ্রব্য বিক্রেতা তারা মিয়াকে তার নিজ ঘড় থেকে গাজা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে বৃহস্পতিবার খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। নেশা ও মাদকের বিরুদ্ধে পানছড়ি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button