পানছড়িতে ইউপি নির্বাচনের স্থগিত কেন্দ্রের পুনঃ ভোটের ফলাফল ঘোষনা
পানছড়িতে ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫ টি ইউনিয়ন পরিষদে (০৭ ফেব্রুয়ারি ২০২২) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো । তন্মধ্যে দুটি কেন্দ্র স্থগিত ও ১টি সমভোটের কারণে ২১ মার্চ ২০২২ পুনঃ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটারের লম্বা লাইনে ভোটাররা ভোট প্রদান করছে, বিকালে ভোটারের উপস্থিতি ছিলো কম। দুই-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থী, ভোটার ও স্থানীয়রা।
৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৩ নং পানছড়ি ইউনিয়নে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে প্রিজাইডিং অফিসারদের আবেদন প্রেক্ষিতে ৫ নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্রের মধ্যে বাজার উচ্চ বিদ্যালয় ও ৮ ওয়ার্ডের পাইলট ফার্ম ভোট কেন্দ্র স্থগিত ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিস। তখন ইউনিয়নের মোট ভোট ১৮৩৯৭ এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নাজির হোসেন নৌকা ৪৪১৯ ভোট , স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা আনারস প্রতিকে ৫৬৪৩ ভোট পায় । ২১ মার্চ ২০২২ সোমবার স্থগিত কেন্দ্রের পুনঃ ভোট গ্রহনে ৫ নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্র পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ১৭৮৪ ভোটের মধ্যে নৌকা প্রতিকে ৭৯৬ ভোট ও আনারস প্রতিকে ৩১৫ ভোট ও ৮ নং ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৮৪৪ ভোটের মধ্যে নৌকা প্রতিকে ১১৭৫ ভোট ও আনারস প্রতিকে ৭৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে উচিত মনি চাকমা আনারস প্রতিকে ৬৬৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্ধন্ধি মো. নাজির হোসেন নৌকা প্রতিকে ৬৩৯০ ভোট পেয়েছে।
অপরদিকে উল্টাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রোহিন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪১৩ ভোটের মধ্যে সাধারন সদস্য পদে বরেন্দ্র লাল ত্রিপুরা ও শান্তি জীবন ত্রিপুরা উভয়েই ১১৬ ভোট পেয়ে সমান হওয়ায় পুনঃ ভোটে শান্তি জীবন ত্রিপুরা বৈদ্যুতিক পাখা ১৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়, বরেন্দ্র লাল ত্রিপুরা মোরগ প্রতিকে ১৩৪ ভোট পেয়ে প্রতিদ্ধন্ধিতা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা বলেন, প্রশাসনের সার্বিক সহযোগীতায় অপ্রীতিকর কোন সমস্যা ছাড়াই সুষ্ঠভাবে পুনঃ ভোট সম্পন্ন করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।