পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মানা প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক , পানছড়ি, খাগড়াছড়ি : ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন শ্লোগানে পানছড়ি তে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ মার্চ ২০২৩ বুধবার সকাল ১১টায় শোভাযাত্রা, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও আইজিএ প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মো.নুরুল কবির, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তীরনা চাকমা, ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা, লিডারশিপ টু এনশিওর এডিকোয়েট নিউট্রিশান ( লিন) প্রকল্পের জেলা টেকনিক্যাল কো অর্ডিনেটর শ্বাসতী দেওয়ান, উপজেলা কো অর্ডিনেটর ডরোথি চাকমা সহ প্রশাসনিক কর্মকর্তাগন ও আইজিএ প্রশিক্ষনার্থীগন সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
নারী দিবস উপলক্ষে সমাজ উন্নয়নে নারীর ভুমিকা শৗর্ষক আলোচনা , ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবন , জেন্ডার বৈষম্য দুরীকরনে করনীয় বিষয়ক আলোচনা সহ সমাজে নারী হিসাবে অগ্রনী ভূমিকা পালন করণে কিশোরী ও নারীদের সম্মাননা ক্রেচ প্রদান করা সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় আইজিএ প্রশিক্ষনার্থী ৫০ জনের মাঝে প্রত্যককে বারো হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ ছাড়াও লিডারশিপ টু এনশিওর এডুকোয়েট নিউট্রিশান ( লিন) প্রকল্পের উদ্যোগে ৩৮ জন শ্রেষ্ট নারী উদ্যোক্তা, শ্রেষ্ঠ কিশোর কিশোরী দল ও দল নেতা, নারী পরিচালিত ব্যবসা কেন্দ্র , স্থানীয় সেবা দান কারী ( কৃষি – প্রাণী সম্পদ কৃষক) দের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পদক ও সনদপত্র বিতরন করা হয়। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক প্রদর্শনী করা হয়।