Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
” উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমার ঐকবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

 

 

৯ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথউদ্যোগে সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা -র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।

 

ডাক্তার ছৈয়দ আহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ( ভুমি)আহমেদ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া,সমাজ সেবা অফিসার সংগীতা ভৌমিক প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button