Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে বিদায় প্রদান করে প্রাথমিক শিক্ষা পরিবার।

 

 

১৮ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার অন্ জন দাশ -এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ,গীতা পাঠ, ত্রিপিটক পাঠ ও বাইবেল পাঠ করেন সহকারী শিক্ষকগন।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, বিদায়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের মধ্যে লতিবানের প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা, বাগান পাড়ার প্রধান শিক্ষক ক্যহলা সাই চৌধুরী , মধু মঙ্গল পাড়ার প্রধান শিক্ষক সন্তোষ চাকমা , বড় পানছড়ি (দক্ষিণ) এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক , রাঙ্গাপানি ছড়ার সহকারী শিক্ষক শেফালিকা চাকমা, বিপুলী চাকমা , রামমিং দেওয়ান পাড়ার সহকারী শিক্ষক দুগ্য মগ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকগন এ সময় উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকগনের শিক্ষকতা জীবনের ভূয়সী প্রসংশা করে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষকগন একজন মানুষের জীবনের প্রথম ধাপের শিক্ষক। আপনাদের কাছে শিক্ষা গ্রহন করে  দেশের স্থান সহ পানছড়িতেই সমাজে প্রতিষ্ঠিত ডাক্তার , ইন্জিনিয়ার , শিক্ষক সহ বিভিন্ন পেশায় জড়িত আছেন। আমরা আপনাদের পরবর্তী জীবন ভালোভাবে কাটুক সেই প্রার্থনা করছি। পরে আমন্ত্রিত অতিথিগন বিদায়ী শিক্ষকগনের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন ।

Related Articles

Back to top button