পানছড়িতে অপরাধ সংক্রান্ত জনসচেতনতায় ওসি আনচারুল করিম
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির জেলার পানছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিমের অপরাধ সংক্রান্ত জন সচেতনতায় ব্যাপক সাড়া মিলেছে।
জানা যায়, পানছড়ি থানায় যোগদানের পরপরই তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়ে সামাজিক শৃঙ্খলাবোধ , নেশা-মাদক দমন, অপরাধ দমন সহ নানাহ বিষয়ে জন সচেতনার জন্য পরামর্শ দিয়ে আসছেন।
তারই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার মুসলিম নগর জামে মসজিদে জুমার নামাজে আসা মুসুল্লিদের বিভিন্ন অপরাধ সংক্রান্ত জন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও পানছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিমের প্রচেষ্টায় ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ মাসুদ রানা, মোঃ মিজানুর রহমান , মোঃ আনোয়ার হোসেন, মোঃ এরশাদ আলী ও মোঃ দেলোয়ার হোসেনের আর্থিক সহায়তায় মুসলিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০০ ওয়াটের ১টি সোলার প্যানেল প্রদান করা হয়।