পানছড়ি শিক্ষা অধিদপ্তরের বিদায়- বরণ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
পানছড়ি উপজেলায় সহকারী শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমার বিদায় ও নবাগত সহকারী শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা বরণ উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এছাড়াও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর নুরুল আমিনের যোগদান , অবসরে যাওয়া ১৭ জন শিক্ষককে বিদায়, ১২ জন শিক্ষককে মরোণত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১১ জুন ২০২৩ ,মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ছোট পানছড়ি (উত্তর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খুর্শিদা আক্তারের সঞ্চালনায় ও প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমার সভাপতিত্বে উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা ও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব , প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা, মো. নুরুল আবছার, সুরেশ কুমার ত্রিপুরা, ও বিদায়ী শিক্ষিকা রেজিয়া বেগম উপস্থিত ছিলেন।