পানছড়ি তে বিএনপি-র লোগাং ইউনিয়ন কমিটি গঠন
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নের শাখা কমিটি গঠন চলছে। তারই ধারাবাহিকতায় ১নং লোগাং ইউনিয়ন বিএনপি র সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর ২০২১ শনিবার বিকালে লোগাং বাজারে মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি-র সহ-সভাপতি মো. বেলাল হোসেন । অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা বিএনপি-র সিনিয়র সহ-সভাপতি ওয়াজিউল্লাহ ,জুলফিকার আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, নুরুল কায়েস শিমুল , সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, আব্দুল মালেক মির্জা , আরমান হোসেন প্রমুখ।
সম্মেলনে মোঃ আব্দুল জলিলকে সভাপতি, মোঃ আঃ মালেক মির্জা কে সিনিয়র সহ-সভাপতি , মোঃ কামাল পাশাকে সাধারণ সম্পাদক , বশর মিয়া কে যুগ্ন- সাধারণ সম্পাদক , মোঃ ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১নং লোগাং ইউনিয়ন বিএনপি র সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি কে ফুলের তোড়া দিয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে ২০ জন নেতা কর্মী বিএনপিতে যোগদান করেন।