Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ নভেম্বর ২০২৪ শুক্রবার দিবাগত সন্ধ্যায় উল্টাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি- র সভাপতি মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, মোঃ মোবারক হোসন, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুবদলের আহবায়ক মো. আফসার, সদস্য সচিব মো. সেলিম ,কৃষক দলের সভাপতি আবুল হাসেম, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব সাইদুল আলম, শ্রমিক দলের সভাপতি মোঃ শাহজাহান, মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, ছাত্রদলের মোঃ ইউসুফ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ সহ ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিলো। দিনের ভোট রাতে দিয়ে শেষ করেছে। দেশের আপামর জনগনের সম্পদ লুটপাট করে দেশকে দুর্দশায় ফেলেছে। বিএনপির নেতা কর্মী – সমর্থকদের মামলা হামলা দিয়ে বাড়ি ঘরে লুটপাট চালিয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলো। ঐ সন্ত্রাসী আওয়ামী লীগ এখন আর নাই। তারা পালিয়েছে। সামনে জাতীয় নির্বাচন আসবে। এখন আর দিনের ভোট রাতে হতে দেবো না। আমরা সুষ্ঠু ভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগে আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারবো আশাকরি।

 

সকল নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষন করে বক্তারা আরো বলেন, কেউ অন্যায় করে তার ফল ভোগ করেছে। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। অপরাধীদের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।

Related Articles

Back to top button