Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করেছে মারমা ঐক্য পরিষদ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে মারমা ঐক্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

৩১ আগষ্ট ২০২৪ , শনিবার সকালে চৌধুরী পাড়া কমিউনিটি কমপ্লেক্সে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ (বামাঐপ) পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আম্রা মারমার সভাপতিত্বে বামাঐপ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও স্থায়ী সদস্য মংশি মারমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

মংসানু মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বামাঐপ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক থৈলাপ্রু মারমা , উচিমং মাস্টার ,বামাঐপ পানছড়ি শাখার সহ সভাপতি অংলাপ্রু মারমা ,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ সহ সভাপতি জেলা কমিটি বাবু রুমেল (ম্যাফা) মারমা , বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ নেতা চাইথোয়াই মারমা , বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী ও পাড়া মহিলা কার্বারী মিজ চাইওয়ং মারমা , পানছড়ি উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক কংজরী মারমা,  বামাঐপ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক.সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক রুমেল মারমা প্রমুখ।

বক্তারা ২৪ বছর পুর্তি উপলক্ষে মারমা সম্প্রদায়কে সু সংগঠিত থেকে নিজেদের জাতিসত্বাকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Related Articles

Back to top button