Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
পানছড়িতে যৌথ অভিযানে এক চাঁদাবাজ আটক

স্টাফ রিপের্টার, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে চাঁদাবাজি করার সময় নগদ অর্থ সহ চাঁদাবাজ কে আটক করে যৌথবাহিনি।
৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রেফতারকৃত আসামি মেঃ নবী হোসেন (৩৫) কে খাগড়াছড়ি সদরে বিজ্ঞ আদালতে পাঠানো হয় বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
আটককৃত চাঁদাবাজ পানছড়ি উপজেলার পাইলট ফার্ম গ্রামের মোঃ আমিনুর রহমান এর ছেলে।
থানা সুত্র জানায়, ৫ মার্চ ২০২৫ বুধবার দুপুরে যৌথ বাহিনির অভিযানে পানছড়ি বাজারের জিরো পয়েন্ট সংলগ্ন আসামির নিজস্ব হোটেল থেকে আটক করা হয়। আসামি ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদর এলাকায় চাঁদা কালেক্টর প্রধান হিসেবে নিযুক্ত ছিলো। বিভিন্ন মালবাহী গাড়ী থেকে চাঁদা আদায় কালে তাকে আটক করা হয়।