পানছড়িতে মা মেয়ে ও মা-ছেলে এক সাথে এইচএসসি পাশ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি :
৮ ফেব্রুয়ারী ২০২৩ বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বোর্ড সারাদেশে একই সাথে ফলাফল ঘোষনা করে।এবার পানছড়িতে মা-ছেলে ও মা -মেয়ে একই সাথে এইচ এস সি পাশ করে আলোড়ন সৃষ্টি করেছে।
ছেলের সংঙ্গে এবারে এইচএসসি পাশ করেছে মা মানেক পুতি চাকমা। তিনি পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউপির রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার সহ ধর্মিনী। তাদের সন্তান সুমেন চাকমাও এবারে এইচএসসি পাশ করেছে। মানিক পুতি দিঘীনালা কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৬৭ আর ছেলে সুমেন পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএি ৩.৩৩ পেয়ে পাশ করেছে। ছেলে সুমেন জানায়, মায়ের লেখাপড়ার আগ্রহ তাকে দ্বিগুন উৎসাহিত করে। মা সামনে ডিগ্রী অর্জন করবে এটাই তার প্রত্যাশা।
অপরদিকে একই উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মা- মেয়ে একই সাথে এইচ এস সি পাশ করেছে । মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারী কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৮৯ আর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারী কলেজ থেকে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করেছে। রাবিয়া আক্তার ৩নং পানছড়ি ইউপির ইসলামপুর গ্রামের মো: ইকবাল হোসেনের সহধর্মিনী। পাড়া কেন্দ্রে শিক্ষতকার পাশাপাশি টিউশনি নিয়ে ব্যস্ত থাকা রাবিয়া ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী গ্রহনের ব্যাপারে আশাবাদী বলে জানালেন । মেয়ের ফলাফলেও মা-বাবা দু’জনেই খুশী।
মা-ছেলে ও মা-মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।