Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

 

২৬ মার্চ ২০২৫, বুধবার দিনের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।

 

উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগন ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, কৃষি অফিসার মো নাজমুল ইসলাম মজুমদার,উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার গন, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় জামায়াতে ইসলামি বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button