Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বঙ্গবন্ধু -র ৪৮ তম শাহদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক , পানছড়ি, খাগড়াছড়ি  :
পানছড়িতে যথাযোগ্য মর্যদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার সকালে পানছড়ি জিরো পয়েন্টে ও উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

 

সকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন ।

 

অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, বীর মুত্তিযোদ্ধা আলী আহাম্মদ, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপেন চাকমা , নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া প্রমুখ সহ প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অপরদিকে , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে উপজেলা দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। কর্মসূচীর মধ্যে প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের নিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button