পানছড়িতে প্রদীপ লাল এবং কুসুম প্রিয় চাকমা’র স্মৃতিচারনে স্মরণ সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট :
” শারীরিক ভাবে খুন করা যায়, চেতনা ধ্বংস করা যায় না ” পাহাড়ে খুনের রাজনীতির মূল হোতা রক্ত পিপাসু সন্তু লারমার প্রতিহিংসার বলি যুবনেতা কুসুম প্রিয় চাকমা ও প্রদীপ লাল চাকমাকে হত্যার ২৭ বছর ।” লেখা ব্যানারে জেলার পানছড়িতে স্মৃতিচারনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
৪ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ে স্থায়ী স্মৃতিস্তম্ভে পিসিপি ও যুবফোরামের সদস্যরা শ্রদ্ধাঞ্জলীদানে স্মরণ করেন। সকাল এগারোটায় উপজেলা পিসিপি’র সভাপতি সুনীল ময় চাকমা’র সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক পরান্তু চাকমার সঞ্চালনা স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন,পাহাড়ে খুনের রাজনীতির প্রতিহিংসার বলি হয়েছে যুবনেতা কুসুম প্রিয় ও প্রদীপ লাল সহ অনেকেই।জাতিকে টিকিয়ে রাখতে এই সংঘাত আমাদের অবশ্যই বন্ধ করা দরকার। চলমান সংঘাতে শুধু ভ্রাতৃঘাতি সংঘাত না। সংঘাতের মূল হোতা এবং কারন মূল্যায়ন করা দরকার। কারা সঠিক লাইনে রয়েছে সেটা জানা দরকার।আপোষ চুক্তির বিষয়ে চুক্তির সমালোচনা করে ছিল বলেই প্রদীপলাল চাকমা, কুসুম প্রিয় চাকমাদের খুন করা হয়েছে । সন্তুচক্রের বিভ্রান্তি মূলক কথায় বিভ্রান্ত না হয়ে সর্তক থাকুন।
স্মরণ সভায় ইউপিডিএফ পানছড়ি ইউনিট সমন্বয়ক আইচ্যুক ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পিসিপি খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক তৃষনাঙ্কর চাকমা, ছাত্র জনতার সংগ্রাম পরিষদের অনীল চন্দ্র চাকমা, ইউপি চেয়ারম্যান প্রার্থী কনক বরন চাকমা, মনিন্দ্র লাল ত্রিপুরা, নন্দ দুলাল চাকমা, পানছড়ি সদর সাবেক ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, শহীদ পরিবারের নিকাঞ্চন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক পরিনিতা চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।