Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ
পানছড়িতে প্রতিবন্ধীদের ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : শীতের শুরুতেই জেলার পানছড়িতে অসহায় প্রতিবন্ধীদের মাঝে ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২১ শনিবার বিকালে পানছড়ির কৃপাচরন পাড়ার ক্যাফে রুখ্যাং এর ছাউনিতে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমির দত্ত চাকমার উদ্যোগে ২৫ জন প্রতিবন্ধী লোকের মাঝে কম্বল বিতরন করেন।
এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ,পানছাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান অলি,খাগড়াছড়ি জেলা ডিপিওডি এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খন্দকার ও শিক্ষক ভাস্কর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।