Breakingখাগড়াছড়ি

পানছড়িতে দুইদিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সম্পন্ন

চেঙ্গী  দর্পন, পানছড়ি প্রতিনিধি : উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) এর আয়োজনে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতয় পানছড়িতে ২১-২২ অক্টোবর ২ দিনব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুষ্টি সমন্বয় কমিটি ( ডিএনসিসি) এর প্রশিক্ষণ সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ২১ অক্টোবর উদ্বোধন করেন এবং ২২ অক্টোবর নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ
সমাপ্তি ঘোষনা করেন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আবসার, মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চাকমা ও পানছড়ি উপজেলা লীন প্রকল্পের সমম্বয়ক ডরথি চাকমা পুষ্টি বিষয়ক আলোচনা প্রদর্শন সহ বিস্তারিত তুলে ধরেন । মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা চাকমা,
লিডারশীপ টু এডইকুয়েট নিউট্রিশন (লীন) জেলা কারিগরী কর্মকর্তা হ্যাপি দেওয়ান, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, কিরন ত্রিপুরা, কালা চাঁদ চাকমা সহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য গন এতে অংশগ্রহণ করে।

Related Articles

Check Also
Close
Back to top button