Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে কিশোরী ফুটবলাদের মাঝে সেনা জোনের ক্রীড়া সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে পানছড়ি ফুটবল একাডেমির কিশোরী ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

১৬ আগস্ট ২০২৪, শুক্রবার ১১ টায় পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফ আহমেদ, পিএসসি উপস্থিত থেকে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মাঝে লেফটেন্যান্ট সাদ ,পানছড়ি ফুটবল একাডেমির কোচ ক্যাপ্রুচাই মার্মা সহ কিশোরী ফুটবলারগন উপস্থিত ছিলন।

ক্রীড়া সামগ্রী বিতরণ কালে সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফ আহমেদ বলেন , শারীরিক সুস্থতা রক্ষা ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা মনের প্রশান্তি আনে। খারাপ কাজ থেকে বিরত রাখে। পাহাড়ে খেলাধুলার মান উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে খাগড়াছড়ি জোন নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Related Articles

Back to top button