পানছড়িতে আধিপত্য বিস্তারে নিহত গৃহবধূর পরিবারকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজাতীয় দুটি সংগঠনের আধিপত্য বিস্তারের লড়াইয়ে গোলা গুলিতে গুলিবিদ্ধ নিহত গৃহবধূ রুপসী চাকমার পরিবারকে সহয়তা প্রদান করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
১২ মার্চ ২০২৫, বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম কক্ষে মতবিনিময় সভার প্রাক্কালে জেলা প্রশাসক গত ৩ মার্চ ২০২৫ সীমান্ত সংলগ্ন হারুবিল এলাকার নিহত রুপসী চাকমার পরিবারকে নতুন কাপড় ও বিশ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্ধ, সাংবাদিক ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগন জেলা প্রশাসকের কাছে স্থানীয় সরকারী হাসপাতালের জনবল কম ও সড়ক পথের দুর্দশার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্থ করেন।
মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ, ইউপি সচিবদের নিয়ে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরাম্বিত বিষয়ক অবহতিকরন সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক নির্মাণাধীন সকল সরকারি ভবন পরিদর্শন ও উল্টাছড়ি গুচ্ছগ্রামের অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যানদের মাঝে নাজমুন আরা সুলতানা জেলা উপপরিচালক স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন উপজেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, ইসলামি আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল সহ উপজেলার সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ উপজেলার সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের গুলাগুলিতে গৃহবধূ রুপসী চাকমা নিহত হয়।