Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে ও মন্দির প্রাঙ্গন সাজাতে ব্যাস্ত সময় পার করছেন শিল্পী ও পূজা উৎযাপন কমিটি

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
কাশ বনে ফুল ফোটা মানেই শরৎ কাল। আর শরতেই কাশফুলের আগমনী বার্তাই সার্বজনীন শারদীয়া দূর্গোৎসবের আগমনী বার্তা। কালের অমোঘ নিয়মে আবার এসেছে পূন্য শারদীয়া। উৎসব উদযাপনের প্রস্তুতি শেষ করতে মণ্ডপে মণ্ডপে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে ও মন্দির প্রাঙ্গন সাজাতে ব্যাস্ত সময় পার করছেন শিল্পী ও পূজা উৎযাপন কমিটি।

জেলার পানছড়িতে এবার ১০টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। বেশ কয়েকটি মণ্ডপে গিয়ে দেখা যায় প্রতিমা তৈরির কাড়িগর ও তাদের সহকারিরা সুনিপুন হাতে দেবী দূর্গাসহ অন্যন্যা দেব দেবীর প্রতিমা সাজাচ্ছেন। অনেকেই আলোক সজ্জা ও ডেকোরেশন নিয়ে ব্যাস্ত।

উপজেলার সাওতাল পাড়ার লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত দেব মানিক জানান, হিন্দু শাস্ত্র মতে জগতের মঙ্গল কামনায় এবার দেবী দূর্গা আসবেন হাতির পিটে চড়ে আর প্রস্থান করবেন ঘোড়ায় চড়ে। ১ অক্টোবর ২০২২ শনিবার মহাষষ্ঠী ও ৫ অক্টোবর ২০২২ বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি হবে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান, আইন শৃঙ্খলার সভায় এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা রাখা ও সূর্যাস্তের আগে প্রতিমা বিষর্জনের গুরুত্বারোপ করা হয়েছে। তাছাড়া উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের উপজেলা কমিটিও কাজ করবে।

পানছড়ি বাজার দেবালয় মন্দিরের সাধাণ সম্পাদক উত্তম বণিক জানান, গেল দু’ বছর করোনার কারণে ঊৎসবের অনেকটা ভাটা পড়ে। আশা করছি এবার আমরা বর্ণিল ভাবে উৎসবের আয়োজন করতে পারবো।

পানছড়ি থানা পুলিশ পরিদর্শক মোঃ আনচারুল করিম জানান, পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় করে পূজা মণ্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। আশা করছি শারদীয় দূর্গোৎসব প্রতিবারের ন্যায় এবারও সুষ্ট ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপন করতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজায় সকল মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

Related Articles

Back to top button