Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পাজেপ চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর গাড়ির ওপর হামলা চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় সহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠন।

আজ মঙ্গলবার সকালে মিছিলটি পুরো রামগড় বাজার প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারন সম্পাদক নুরুল আলম আলমগীর, রামগড় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল আলম কামাল সহ প্রমুখ।

এসময় বক্তারা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর ওপর গাড়িতে হামলা চেষ্টার সাথে জড়িত ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গতকাল সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুকে বহনকারী সরকারি গাড়িতে হামলা চেষ্টার অভিযোগে রমজান হোসেন নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button