খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

 

 

১৪ এপ্রিল ২০২৪ রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে ডাক ডোলের তালে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তখন নাচের তালে ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে বর্ষবরন উৎযাপন করা হয়।

 

এ সময় গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মেমং মারমা , উপজেলার নির্বাহী অফিসার রাজীব চৌধুরী,, গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন উপস্থিত ছিলেন ।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন রাজনৈতিক দল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। একই সাথে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ছোট বড় সকলের বিভিন্ন বাঙালির সাজের মাধ্যমে শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মত।

Related Articles

Back to top button