Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

নয় বছর পর মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

সভাপতি আজাদ, সম্পাদক চিনু ,সাংগঠনিক রফিকুল

স্টাফ রিপোর্টার , কুমিল্লা :
প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সভাপতি এবং ত্যাগী রাজনীতিবীদ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক গোলাম সারওয়ার হাসান চিনুকে সাধারণ সম্পাদক সহ মোট ৭ সদস্যের মুরাদ নগর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান এড.আবুল কালাম আজাদ তমাল। সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো.আরিফুল ইসলাম সাহেদ।

 

১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার দিনব্যাপী সম্মেলন শেষে বিকালে কাউন্সিলরদের উপস্থিতিতে নাম ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ ৯ বছর পর মুরাদ নগর উপজেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক সম্মেলন মুরাদনগর ডি.আর.পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ম.রুহুল আমিন।

 

কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানার সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন ।

 

অন্যান্যদের মধ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো.রাজিব আহমেদ। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা কর্মী, মুরাদ নগর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও ২২ ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button