চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার,শরীয়তপুর :
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক বাহের কুশিয়া গ্রামে বজ্রপাতে ৩ জন জেলে নিহত হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানায়, রবিবার সন্ধায় উপজেলার ডিঙ্গামানিক বাহেরকুশিয়া কুন্ডের বাড়ির পাশে একটি মাছের ঘেরে মাছ ধরছিলেন জেলেরা। এসময় ঝরো বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে তিন জন নিহত হয়।
নিহতেরা হলেন, ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এলাহি বক্স ওঝার পুত্র সিরাজ ওঝা (৪০), আবুল বাসার মাঝির পুত্র সাহিন মাঝি (৩৫), শাহিন শেখ এর পুত্র হাসেম শেখ (৩৫)। নিহতরা সবাই নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা।
নিহিত স্বজনরা ও ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য বুলবুল আহম্মেদ জানান, নিহতরা সবাই ঘড়িসার ইউনিয়নের সাবেক সদস্য সাজু মাঝির পুকুরে মাছ ধরার জন্য গিয়েছিল । হঠাৎ বজ্রপাত হলে তারা মারা যায়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।