Breakingদুর্ঘটনাসারাদেশ

নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে দুই স্কুল ছাত্রের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সিংগাইর ,মানিকগঞ্জ  :
নৌকা বাইচ দেখে বাড়ি ফেরা হলো না মানিকগঞ্জের সিংগাইরের দুই স্কুল ছাত্রের। উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে সিফাত হোসেন (১৬) ও ওয়াসিম (১৭) নামের দুই স্কুল ছাত্র নিখোঁজের পর রবিবার ও সোমবার তাদের লাশ উদ্ধার করা হয় । ০২ অক্টোবর ২০২৩ সোমবার ওই দুই ছাত্রের লাশ স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) সিংগাইর উপজেলার সীমান্তবর্তী নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিল ঝাপ কালীগঙ্গা নদীতে এ নৌকা ডুবার ঘটনা ঘটে ।

 

মৃত হওয়া সিফাত হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যাম নগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে ও ওয়াসিম লক্ষীপুর গ্রামে তোফাজ্জলের ছেলে। তারা দু’জনই সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর উপজেলার সীমান্তবর্তী এলাকা নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপের কালীগঙ্গা নদীতে স্থানীয়দের উদ‍্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজার দর্শকের সমাগম ঘটে। ওই দিন সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সিফাত ও ওয়াসিম সহ ২০-২৫ জন বন্ধু মিলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়। এ সময় নৌকা বাইচ আয়োজক কমিটির ট্রলারের ধাক্কায় নিহতদের নৌকাটি ডুবে যায়। সিফাত সহ ৭-৮ জন যাত্রী নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ওই দিনগত রাতে অনেক খোঁজাখুজি করে ওয়াসিম ও সিফাত ২ জন ছাড়া বাকীদের উদ্ধার করা করে। পরদিন রবিবার বিকেল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওয়াসিমের লাশ উদ্ধার করেন। সোমবার সকাল ৮ টার দিকে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

 

নিহত সিফাতের মামা চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল সহ আমরা সারা দিন নদীতে অনেক খোঁজাখুজি করেও সিফাতের কোন সন্ধান পাইনি। পরে রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান শেষ করেন। আজ সোমবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জিয়া নগর আবাসন ঘাটে সিফাতের লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সকাল ১০ টায় শ্যাম নগর কেন্দ্রিয় কবর স্থানে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Related Articles

Check Also
Close
Back to top button