Breakingশীর্ষ সংবাদসারাদেশ

নোয়াখালীতে ঢিলেঢালা লক ডাউন

ব্যবসায়ীদের বিক্ষোভ

চেঙ্গী দর্পন প্রতিবেদক , নোয়াখালী :করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের প্রথমদিন নোয়াখালীতে লকডাউনের অনেকটা ঢিলেঢালা ছিলো। এদিকে সাতদিন দোকান বন্ধ রাখার প্রতিবাদে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।

সোমবার সকাল থেকে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী, সদর উপজেলার সোনাপুর আলেকজান্ডার সড়কে বেশ কয়েকটি বাস চলাচল করতে দেখা গেছে। জেলা শহর মাইজদীতে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীণ বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন স্থানে ও শপিংমলে অনেক দোকানপাট খোলা রাখা হয়েছে ।

দুপুরে জেলার প্রধান ব্যাণিজিক কেন্দ্র চৌমুহনী বাজারের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সাধারণ কাপড় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সরকারের সিন্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে ব্যবসা করতে চান তারা।


বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিলের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিক্ষোভকারীদের পাইনি। তারা শতাধিক ব্যবসায়ী এ বিক্ষোভ মিছিল করেছে।


জেলায় লকডাউন পুরোপুরি কার্যকরে মাঠে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা কম দেখা গেলেও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জেলার নয়টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে লকডাউন কার্যকরে সর্বাত্বক চেষ্টা চলছে। এছাড়া সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সাতটি মোবাইল টিম মাঠে কাজ করছেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা জানান, সোমবার সকাল থেকে তিনি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে উপজেলার সোনাপুর, দত্তেরহাট, মাইজদী পৌরবাজার ও মাইজদী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোট ২০টি মামলায় ১২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

বেগমগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনে বাস চলাচল করায় ২টি বাসের ড্রাইভারসহ ২০টি যানবাহন ও ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার।

Related Articles

Back to top button