Breakingসারাদেশ

নোবিপ্রবি বন্ধ ঘোষণা, আন্দোলনে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে

 

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করা এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। এরপর বিক্ষোভে ফেটে পড়েছেন তিন হলের নারী শিক্ষার্থীরা।

নোটিশে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত মেতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) নির্দেশে অনির্দিষ্টকালের জন্য নোবিপ্রবির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। বুধবার বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশও দেয়া হলো।

 

এ নোটিশ জারির পর ক্যাম্পাসে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা ‘মানি না মানবো না, হল আমরা ছাড়বো না’ শ্লোগানে মুখরিত করে তোলেন।

 

এদিকে হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট বৃন্দ হলের প্রত্যেক রুমে রুমে গিয়ে হল ত্যাগ করার নির্দেশ দিচ্ছে। এসময় শিক্ষার্থীরা বলেন আমরা এত কিভাবে হল ছেড়ে বাড়িতে যাব? আমাদের রাস্তায় নিরাপত্তা কে দিবে? এ প্রশ্নের কোনে উত্তর দিতে পারেনি হলের দায়িত্বরত প্রভোস্ট।

Related Articles

Back to top button