চেঙ্গী দর্পন প্রতিবেদক,কুতুবদিয়া, কক্সবাজার :
আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও দেশ জুড়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।
১ জানুয়ারী ২০২৪ সোমবার বিকালে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বটতলী, উত্তর কৈয়ারবিল এলাকায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ বলেন, সরকারের এ পাতানো নির্বাচনে বিএনপি অংশ নেবেনা এবং দেশের মানুষ এই ডামি নির্বাচন প্রতিহত করবে।
এ সময় কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাসান, উপজেলা বিএনপির সদস্য কবির আহমদ বাদশা, শাহাব উদ্দিন,নেজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান,মীর কাশেম,ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোঃ জাফর, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ স্থানীয় এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।