নির্বাচনী আচারণবিধি নিয়ে জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার রামগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন প্রতিনিধিদের আচারণ বিধি প্রতিপালনে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার দুপুরে উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয় দাশ, পৌর মেয়র রফিকুল আলম কামাল, ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম , শাহ আলম মজুমদার সহ জন প্রতিনিধিগন।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান দ্বাদশ নির্বাচনে জনগণের স্বতঃফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের সহযোগিতার আহবান জানিয়ে বলেন, ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট দিতে পারে তাদেরকে সে পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সেনা বাহিনি, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ সব বাহিনী প্রস্তুত থাকবে।
অপর দিকে, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর , নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বক্তব্য রাখেন।