নাফ নদীর কেওড়া বাগানে দুই সহোদরের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, টেকনাফ , কক্সবাজার :
কক্সবাজার টেকনাফে নাফ নদীতে কেওড়া ফল আনতে গিয়ে একই পরিবারের দুই শিশু মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টারদিকে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং স্লুইজ পাড়া এলাকায় নদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশে দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।
নিহত দুই শিশু হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল হোছনের উসমান (৮) ও জিহাদ (৬) বলে জানা গেছে। নদীরপাড় থেকে দুই শিশুর মৃতদেহ নেওয়ার জন্য মা-বাবা ও স্বজনেরা ঘটনাস্থল যায় পরে তাদের উদ্ধার করে নিজ বাড়িতে ফিরেছেন বলে জানান জিহাদের পিতা আবুল হোসেন।
টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ওয়াব্রাং এলাকা দিয়ে নাফ নদীতে কেওড়া আনতে গেলে দুই শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এখন নিহত শিশুদের পরিবারের সদস্যরা নিয়ে গেছে।