Breakingদুর্ঘটনাপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ

নানিয়ারচরে অটোরিক্সা উল্টে গিয়ে একজন নিহত

চেঙ্গী দর্পন , স্টাফ রির্পোটার, রাঙ্গামাটি : নানিয়ারচর চেঙ্গী ব্রিজ দেখতে গিয়ে ডাক বালো এলাকায় অটোরিক্সা উল্টে গিয়ে চাইলাউ মার্মা (৩৩) নামে এক পর্যটক নিহত হয়েছে। তিনি রাঙ্গামাটির আসামবস্তী এলাকার রেইলা মার্মার ছেলে। এসময় পিন্টু দাশ (৩২) ও উসাইমং মারমা (৩৩) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আসামবস্তী হতে নিহত চাইলাউসহ তাদের বন্ধুরা মিলে নানিয়ারচর বগাছড়ি বন্ধুর বিয়েতে আসার পরে অটোরিকশা যোগে নানিয়ারচর চেঙ্গী ব্রিজের ঘুরতে যাওয়ায় উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে ডাকবাংলা সড়কে সামনে অপর গাড়িকে সাইট দিতে গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারায়ে গাড়ি উল্টে গেলে ঘটনাস্থলেই প্রান হারায় চাইলাউ মারমা বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় আরো দুই জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রেরণ করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সকলে রাঙ্গামাটি শহরের ৫নং ওয়ার্ডের আসামবস্তী এলাকার স্থায়ী বাসিন্দা বলে স্থানীয় জানান।


নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দোলন দাশ বলেন, আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।


এ বিষয়ে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, লাশ নানিয়ারচর থানায় আনলে নিহতের পরিবার লাশ বিনা ময়নাতদন্তের জন্য আবেদন নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়েছেন। তাই বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। যদি ময়না তদন্ত করতে হয় তা হলে রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button