Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

নানা আয়োজনে কাপ্তাইয়ে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি  : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে ৪১ বিজিবি-র ওয়াগ্গা জোন এবং কাপ্তাই ৫৬ ব্যাটালিয়নের কাপ্তাই জোনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পৃথক পৃথক ভাবে শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন হয়েছে।

২ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা সদর থেকে বণার্ঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়।

 

বক্তব্য রাখেন কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল সাব্বির আহমেদ ,কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই ৮ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক আল আমিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যেই শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিলো, তার ফলে আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে এবং পার্বত্য অঞ্চলে জীবন যাত্রার মান উন্নতি ঘটেছে।

 

দিবসটি উপলক্ষে ৪১ বিজিবির উদ্যোগে ওয়াগ্গা রামছড়ি পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর কাজী সামিউর রহমান এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Related Articles

Back to top button