নাজিরহাট পৌর নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম :
আগামী ১৬ মার্চ ২০২৩ অনুষ্ঠিতব্য ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
ঘোষিত তফশীল অনুযায়ী মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার শফিকুর নুর মিলনায়তনে থেকে প্রতীক বরাদ্ধ দেন রিটার্নিং কর্মকর্তা মো: তারিফুজ্জান।
সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা শোডাউন করে উপজেলা চত্তরে এসে জড়ো হতে থাকে।
এতে মেয়র পদে ৫ জন,সংরক্ষিত মহিলা আসনে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে রির্টার্নিং অফিসার মো: তারিফুজ্জান বলেন সকাল থেকে সুশৃংখল ভাবে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ব দেয়া হয়েছে। আশা করছি প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচার প্রচারণায় আচরণ বিধি মেনে চলবেন।