চেঙ্গী দর্পন প্রতিবেদক, নাগরপুর ,টাঙ্গাইল :টাঙ্গাইলের নাগরপুরে মো. হাসমত আলী (৫০) নামের এক ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্বার করেছে পুলিশ।
৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার সকালে উপজেলার পারবাই জোড়া গ্রামের ইয়ার চান মিয়ার ক্ষেত থেকে মরদেহটি উদ্বার করা হয়।মো. হাসমত আলী (৫০) পারবাই জোড়া গ্রামের মৃত হায়েদ আলীর ছেলে ।
পুলিশ জানায় , লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। দূবৃত্তর্রা গলায় রশি পেছিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায় বলে ধারনা করা হচ্ছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে তফিজ ব্যবসার কথা বলে হাসমত আলীর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা ধার নেন। হাসমত টাকা চাইতে গেলে তফিজ উদ্দিন নানা তালবাহানা করে আসছিল। সোমবার বিকালে হাসমত আলী ফের তফিজের কাছে টাকা চাইতে যায়। এ নিয়ে হাসমত আলীর সাথে তফিজের পারবাইজোড়া পাকা রাস্তার মোড়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তফিজ ও রহিম বাদশা মিলে হাসমত ও তার মেয়েকে মারপিট করে। বুধবার বাজারে রহিম বাদশা আবারও হাসমত আলীর সাথে কথা কাটাকাটি করে। বিষয়টি মিমাংসার কথা বলে রাত ৮টার দিকে কামাল হাসমতকে তার বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর রাতে বাড়ী ফিরে আসে নাই।
নিহতর স্ত্রী সোনা ভানু বলেন, বুধবার রাত ৮টার দিকে কামাল বাড়ী এসে আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। সে আর রাতে বাড়ী ফিরে আসে নাই। বৃহস্পতিবার ভোরে স্থানীয় আসু মিয়ার স্ত্রী নবীয়া বেগম বাড়ীতে খবর দেয় হাসমত আলীর লাশ ইয়ার চান মিয়ার জমিতে পড়ে আছে। পূর্ব শক্রতার জেরে পরিকল্পিত ভাবে তার স্বামীকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে সুরতহাল করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাকে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।